একাত্তর ডেস্ক::
আজ দুপুর ১ টার সময় যশোরর বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারে তিন শিশু নিহত হয়েছে। স্বজন বলেন সকালে খেলতে বের হয়েছিল তারা, তাদের বাড়িতে ফিরতে দেরি হওয়া খোজাখুজি করতে থাকি। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পাওয়া তখন তাদরেকে পাশের পুকুরে খোজ করতে গেলে ৩ জোড়া জুতা দেখে সন্দেহ হয়। তখন স্বজনদের মধ্যে একজন ঝাকি জাল দিয়ে পুকুরের পানিতে খোজ করতে থাকে এসময় একজনের নিথর পাওয়া যায়। তখন আরো মানুষ পুকুরে নেমে একে একে আরো দুই্ জনের নিথরদেহ উদ্ধার করেন । তাদেরকে বাঘাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বাস্থ্য কমপ্লেক্সও ডা. পরীক্ষা নিরক্ষা করার পর তিনজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন,পুকুরের গভীরতা এবং সাতার না জানার কারনে মৃত্যু ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাদের লাশ বর্তমানে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতরা হলেন বাঘারপাড়া দক্ষিন শ্রীরামপুর গ্রামের ১.মোসাঃ তমা(০৮), পিতা-মোঃ হারুন মোল্যা, ২.মোসাঃ সুমাইয়া(০৮), পিতা-মোঃ কামররুল ইসলাম, ৩.মোঃ হোসাইন(০৫), পিতা-মোঃ সাইদ মোল্যা,
একাত্তর/কামাল

