নিজস্ব প্রতিবেদক:রোববার যশোরের বাঘারপাড়ায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২ নং বন্দবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন বিকেলে গাইদঘাট বাজারে বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছামাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান।
উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, স্থানীয় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা মহানন্দ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি খায়রুল হাসান খান হীরা, সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন, বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম লাদেল, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও মানিক বিশ্বাস, সদস্য মহর আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও খাবার পরিবেশন করা হয়।
পরে বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট, তেতুলতলাসহ কয়েকটি স্থানে গণসংযোগ করেন, যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

