বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি:যশোরের বাঘারপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
এতে প্রধান অতিথি ছিলেন, যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এসংক্রান্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
বিশেষ অতিথি ছিলেন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মোতালেব তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী।
উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, সংগঠনটির সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, ইউপি সদস্য ফিরোজ হাসান, সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

