শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাঘারপাড়ায় বিপুল ফারাজীর নেতৃত্বে শোক দিবস পালন

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি:সোমবার যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথকভাবে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এদিন বিকেল ৫ টায় নারিকেলবাড়িয়া ইউনিয়নের ভোগেরহাট স্কুল মাঠে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
এদিকে এদিন সন্ধ্যা সোয়া ৬ টায় ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি গোলাম মোস্তফা খান।
এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হারু, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিল্টন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ স্বর্ণকার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বজলার রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসহাক মোল্যা, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুল মুজিব শিমুল, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজ মোল্যা,সাধারণ সম্পাদক চন্দ্র কান্ত বিশ্বাস, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেখর গোলদার, সাধারণ সম্পাদক আশিবুল ইসলাম সরদার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুশৈ লাল বিশ্বাস,
বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী,  বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান, ইসলামী ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ