রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

বালুন্ডা বাজারে কেমিক্যালের একটি খালি ব্যেরেলের মুখ কাটতে যেয়ে বিস্ফোরনে ইমন ১৮ নামে এক লেদ শ্রমিকের মৃত্যু

আরো খবর

বেনাপোল প্রতিনিধিঃ-

যশোরের শার্শার বালুন্ডা বাজারে কেমিক্যালের একটি খালি ব্যেরেলের মুখ কাটতে যেয়ে বিস্ফোরনে ইমন ১৮ নামে এক লেদ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় জাফর হোসেন২৫ নামে এক যুবক আহত হয়েছে। ইমন বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পোর্ট থানার এসআই তৌফিক ও পুটখালি ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার জানান.বৃহস্পতিবার দুপুরে বালুন্ডা বাজারে আসিফ ইজ্ঞিনিয়ারিংয়ে একটি খালি ড্রাম/ বেরেল কাটতে যেয়ে আকস্মিক বেরেলটি বিস্পোরিত হয়। এসময় গুরুতর আহত হয় ইমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠায়। হাসপাতালের ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
প্রতিষ্টানের মালিক আব্দুল কাদের জানান স্থানীয় ভেটে কাদেরের কাছ থেকে বেরেলটি কেনা হয়। বেরেলে গায়ে লেখাছিল সাবধান বিস্ফোরক।
প্রত্যাক্ষদর্শি ও স্থানীয়দের ধারনা বিস্ফোরন রাখা খালি ড্রাম কাটতে যেয়ে বিস্ফারনে মারা যায় সে। পোষ্ট মটেমের জন্য লাশ যশোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

পোর্ট থানা পুলিশের এ এস আই এমদাদ জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ