সাক্ষীরাপ্রতিনিধি: সাক্ষীরায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তাসলিমা বেগম(৪০) নামে এক গৃহবধুর প্রানহানী ঘটেছে।শুক্রবার (৭ এপ্রিল) সকালে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত তাসলিমা জেলার সদর উপজেলার গোপীনাথপুর এলাকার মুজিবর রহমানের স্ত্রী। নিহতের ছেলে মো. ইস্রাফিল গাজী জানায়, সকালে মা শহরের চৌরঙ্গী মোড়ে সিভি হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাতীরা থেকে খুলনা গামী একটি বাস মাতে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক বাস ও চালককে আটককে চেষ্টা চলছে।
সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল গৃহবধুর

Previous article
Next article
