শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিএনপির আন্দোলন এখন গুরুতর আহত: ওবায়দুল কাদের

আরো খবর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের স্রোত হারিয়ে গেছে। তাদের আন্দোলন এখন গুরুতর আহত। ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে তারা মরিয়া হয়ে পড়েছে।
রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে আজ রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি ও তার মিত্রদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানীতে পদযাত্রা পালনের বিপরীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই শান্তি সমাবেশ আয়োজন করে।

গতকাল শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ঘোষিত শান্তি সমাবেশ চলাকালে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত দেশে আবারো আগুনসন্ত্রাস শুরু করেছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা হয়েছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ও তার মিত্ররে আন্দোলনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এত লাফালাফি করছেন কেন? তত্ত্বাবধায়েকর দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নারীদের মর্যাদা ও সম্মান দিয়েছে। নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নের উন্নয়ন ঘটিয়েছে। বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় এলে এদেশের নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। দেশে আফগানিস্তানের মতো পরিস্থিতি চালু করবে। তাই এদেশের নারীদের আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতিপ্রার্থী মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উষ্ণ অভিনন্দন জানান ওবায়দুল কাদের।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আগামী নির্বাচন সংবিধান মোতাবেক ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে। এই নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যখন দেশে উন্নয়ন করছে, বিএনপি তখন ষড়যন্ত্র করছে। দেশে আর কোনো অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, শনিবার বিএনপি দেশের প্রায় ২৫ জেলায় নাশকতা ও হামলা করেছে। তারা সোজা পথে আসবে না। তবে বাঁকা পথে আসতে চাইলে তাদের প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাক হুমায়ুন কবির, দপ্তর সম্পাক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ