মণিরামপুর প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি এর অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রবিবার (৩০জুলাই) মনিরামপুর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মনিরামপুর উপজেলা শাখা ও মনিরামপুর পৌরসভা মেয়র কাজী মাহমুদুল হাসান।
উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী,মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের নেতা এ্যাডঃ বশির আহম্মেদ খান,তাসরিন সুলতানা শোভা,সংরক্ষিত মহিলা সদস্য,জেলা পরিষদ,যশোর ও সাধারণ সম্পাদক , যুব মহিলা লীগ,মণিরামপুর উপজেলা শাখা যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম (রিপন) , বাংলাদেশ আওয়ামী যুবলীগ মণিরামপুর উপজেলা শাখা মুরাদুজ্জামান (মুরাদ) সাবেক ছাত্রলীগের আহবায়ক, মণিরামপুর পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা প্রেসক্লাব মণিরামপুর-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

