শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিএনপি জনগণের জন্য কাজ করে -আবুল হোসেন আজাদ

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:বিএনপি জনগণের জন্য কাজ করে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা সকলেই ভাই ভাই। আমরা সংখ্যালঘু বলে কিছু মনে করি না। আমরা সবাই বাংলাদেশী।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে সহায়তার লক্ষ্যে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হোসেন আজাদ এসব কথা বলেন।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে  মঙ্গলবার বিকালে কেশবপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী দুলাল কুমার সাহা ও সাধারণ সম্পাদক শ্রী সুকুমর সাহা।

সাংবাদিক উৎপল দের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম -আহ্বায়ক ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ সভায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ