নিজস্ব প্রতিবেদক: বুধবার সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রধান ফটকের উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি কাজী নাবিল আহমেদ। সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে সবাইকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ দেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়েছে। ভঙ্গুর রাষ্ট্র থেকে উন্নয়নের রোল মডেল হয়েছে। ১৩৪ ক্যাটাগরিতে সাধারণ মানুষ ভাতা পাচ্ছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্ত হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রমতায় থাকলে এভাবে উন্নয়ন চলমান থাকবে। আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে অনিয়মের সুযোগ নেই। ওই নির্বাচনে বিএনপি-জামায়াত সন্ত্রাসী করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, অধ্য ড. শাহনাজ পারভীন ও জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।
কলেজের সভাপতি ও শহর আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন হীরার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমুর সঞ্চলনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু প্রমুখ।

