রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় : শাহীন চাকলাদার এমপি

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ গণতন্ত্রকে সম্মান করে। জামাত-বিএনপির কাছে ধ্বংস হওয়া গণতন্ত্রে আওয়ামী লীগ প্রাণ প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। গণতন্ত্রকে পাকাপোক্ত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করেছে। আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে মতায় এসেছে। জোর করে মতা দখল করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের রাসেল স্কয়ারে (চারখাম্বা মোড়) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা-দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়। বিএনপি ক্ষমতায় এসে গণতন্ত্র ধংস করেছে; সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপি রাজপথে আবারও সক্রিয় হয়েছে। তার মানে আপনারা (বিএনপি) আওয়ামী লীগকে দুর্বল ভাববেন না। আমরা যখন রাজপথে নামবো তখন কিন্তু আপনারা রাজপথে জায়গা পাবেন না। কর্মসূচির নামে এই শান্তিপ্রিয় যশোরে আগুন সন্ত্রাস নিয়ে যদি খেলা করেন; তার পরিণাম ভালো হবে না। যশোরের তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলামের সভাপতিত্বে শাহীন চাকলাদার আরো বলেন, ‘আসছে নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। বিভিন্ন ইস্যু নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে। মনে রাখবেন আওয়ামী লীগ ধরলে ছাড়ে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে কোন ষড়যন্ত্র কাজে আসেনি। আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধ থেকেই সকল ষড়যন্ত্রের জবাব দেবো।
পৌর কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের সার্বিক পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যুবলীগনেতা শফিকুল ইসলাম টপি, প্রভাষক রফিকুল ইসলাম, এস এম সাঈদ চঞ্চল, আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর আলম জানু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম, মশিয়ার রহমান সাগর, এহসানুর রহমান লিটু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা মিলি, পৌরসভার কাউন্সিলর নাছিমা আক্তার জলি, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আলাউদ্দিন আলা, আজিজুল হক, শামীম আহম্মেদ রনি, ফয়জুল কবীর কচি, জাহাঙ্গীর আলম বাবলু, রবিউল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহীন, এস এম ইউছুফ শাহিদ, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান ওয়াসেল, শিা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান বাঁধন, শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নাজমুল সিদ্দিকি পলাশ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব, কোষাধ্য হাজী হাসান, সদস্য ইমাম হাসান বাবলু, ফারুক হোসেন সিরু, সুলতান মাহমুদ পরান, খলিলুর রহমান, মফিজুর রহমান নান্টু, তোতা মোল্ল্যা, শেখ রবিউল ইসলাম, আলী হোসেন, গোলাম রব্বানী, ফিরোজ শেখ, রবি মোলা, তৌফিকুর রহমান সুমন, মিরাজ আলম অগ্র, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগনেতা এস এম নিয়ামত উল্লাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহানুর হোসেন, শেখ আরিফুল ইসলাম, জামাল হোসেন লাবু, সহ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কুটি, সাইফুল ইসলাম মাছুম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা যুব শ্রমিক লীগের সভাপতি কামরুজ্জামান শামীম, জেলা মহিলা আওয়ামী লীগনেত্রী মাজেদা আক্তার, রেহেনা পারভীন, যুব মহিলালীগনেত্রী শেখ সাদিয়া মৌরিন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, মো. রাজু রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়সহ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে, বৃহস্পতিবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর সদরের ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঝুমঝুমপুর বাজারে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের একটি জনবান্ধব দল। তার সময়ে উন্নয়ন শহর থেকে গ্রামেও এসেছে। এর বাইরে নয় যশোরও। যশোরে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্ম সেতু হয়ে গেছে। এই অঞ্চলের মানুষের স্বপ্নের দুয়ার খুলে গেছে। এখন শিল্পউন্নয়নের অঞ্চল হবে যশোরসহ এই অঞ্চলের জেলাগুলো।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক আসিফুদ্দৌলা সরদার অলোক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা মিলি, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহ সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

 

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ