শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে ৯ কোটি টাকার স্বর্ণ জব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বিজিবি’র দুটি ব্যাটালিয়নের যৌথ অভিযানে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যশোর শহরের অদূরে রাজারহাট থেকে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৮ কোটি ৯৭ ল ৪০ হাজার টাকা বলে বিজিবি দাবি করেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী মঙ্গলবার রাতে জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭) ঢাকা থেকে যশোরে আসছে বলে গোপন সংবাদে জানতে পারে। এ সময় খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) যশোরের রাজারহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

৪৯ বিজিবি অধিনায়ক জানান, ৪৯ বিজিবি’র চৌকস টহল দল এবং খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) টহলদল দুটি অবস্থান থেকে গাড়িটিকে ধরার চেষ্টা করে। প্রথমে ২১ বিজিবি তাদের অবস্থান থেকে গাড়িটি ধাওয়া করলে তারা ৪৯ বিজিবি এলাকায় এসে পড়ে। এ সময় ৪৯ বিজিবির টহল কমান্ডার গাড়িটি থামানোর নির্দেশ দিলে প্রাইভেটকার চালক দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায় এবং চোরাকারবারীরা পালিয়ে যায়। প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আটককৃত স্বর্ণ যশোর সদর থানার মাধ্যমে ট্রেজারিতে জমা এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যশোর ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গত জানুয়ারি ২০২২ হতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৩.৩৪৭ কেজি স্বর্ণ আটক করতে সম হয়েছে। যার সিজার মূল্য ৮০ কোটি ৬৭ ল ৯৪ হাজার ২শ’ টাকা। একইভাবে ২১ বিজিবিও গত একবছরে ৭০ কেজি পরিমান স্বর্ণ জব্দ করতে সম হয়। খুলনা সেক্টরের এই দুই ব্যাটালিয়ন সর্বমোট ১৬৩ কেজি স্বর্ণ আটক করতে সম হয়।

আরো পড়ুন

সর্বশেষ