এম এ রহিম:
বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে সোহার্দ সম্প্রীতির অংশ হিসাবে দু দেশের বিজিব
রিজিয়ন কমান্ডার ও বিএসএফ আইজি পর্যায়ের সীমান্ত সম্মেলন যোগ দিতে বিজিবির১৫ সদস্যের
প্রতিনিধিদল বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করেছেন। রবিবার সকালে প্রতিনিধিদল
বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতের পেট্টাপোলে পৌছালে জিরো লাইনে ফুলদিয়ে একে অপরকে ফুল ও
ফল দিয়ে অভ্যার্থনা জানানো হয়। সেক্টর কমান্ডার কর্নেল রাজেশ কুমার প্রতিনিধিদলকে
অভ্যার্থনা জানান।
এসময় বিজিবি-বিএসএফের মধ্যে মিলন মেলায় পরিনত হয়। পরে ভারতীয় পেট্টাপোল বিএসএফ
ক্যাম্পে বাংলাদেশ প্রতিনীধি দলের চীফ রংপুর বিভাগীয় রিজিয়নাল কমান্ডার-এডিশনাল ডা্ইরেক্টর
জেনারল এ বিএম নওরোজ এহসানকে গার্ড অব অনার প্রদান করেন ভারতীয় বিএসএফ।
আগামী ১৩-১৬ নভেম্বর কলিকাতায় অনুষ্টিত হবে সীমান্ত সম্মেলন। সীমান্ত সংক্রান্ত বিভিন্ন
বিষয় আলোচনা করা হবে বলে জানান যশোর৪৯বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাহেদ
মিনহাজ সিদ্দিকী.জানান। সম্মেলনে নের্তৃত্ব দেবেন কলিকাতার আইজিপি অতুল ফুলজেলে।
বাংলাদেশের নের্তৃত্ব দেবেন রংপুর রিজিয়নাল কমান্ডার এ বিএম নওরোজ এহসান।
সীমান্তে নারীশিশু পাচার মাদক অস্ত্র চোরাচালান রোধ সহ সীমান্তের বিভিন্ন বিষয়ে আলোচনার
লক্ষে ভারতীয় বিএসএফের আমন্ত্রনে বিজিবি রিজিয়ন কমান্ডার এবং বিএসএফ আই জি পর্যায়ে
সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সুরাহের আশা সীমান্ত
এলাকার সর্বসাধারনের। উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ
এহসান এর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য সহ ১৫জনের বিজিবি প্রতিনিধি দল
বেনাপোল হয়ে সড়ক পথে ভারত গমন করেছেন। সম্মিলন শেষে দেশে ফিরবেন বিজিবির দলটি।
দু দেশের মধ্যে সীমান্তে সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ন আলোচনা ছাড়াও অবৈধ অনুপ্রবেশসহ
সীমান্ত হত্যা রোধে ঐক্যমতে পৌছার সীমান্ত রক্ষিবাহিনীর সদস্যর। দু দেশের মধ্যে সম্পর্ক ভাল
থাকায় কমেছে পাচার ও হত্যা। শান্তি ফিরেছে সীমান্ত এলাকায়। সীমান্ত এলাকার বাসিন্দারাও
বসবাস করছেন শান্তিতে। তবে করোনাকালীন সময়ে বন্ধছিল সীমান্ত সম্মেলন। বিজিবি বিএসফের
মধ্যে দিন দিন মেল বন্ধনের সৃষ্টি হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।
বিজিব ও বিএসএফ সীমান্ত সম্মেলন যোগ দিতে ১৫ সদস্যের প্রতিনিধিদল বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে গেছেন

