রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরো খবর

: যশোরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টারদিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ। সভায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরে আলোকসজ্জা, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, রচনা, চিত্র প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শণীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ২১ দিনব্যাপী নাটক, পথনাটক, কবিতা আবৃত্তি, আলোচনা সভাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ