শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিনা মামলায় কেশবপুরে তরুণ লেখক লিখন আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: কোন মামলা নেই তার পরও গ্রেফতার করা হয়েছে যশোরের কেশবপুরের তরুণ লেখক শাহীন রেজা লিখনকে। রোববার গভীর রাতে উপজেলার ভালুকঘর গ্রামের তার বাড়ি থেকে তাকে আটক করে কেশবপুর থানার পুলিশ। সোমবার তাকে পেন্ডিং মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

তার পারিবারিক সূত্রে জানা গেছে লিখন ছোট বেলা থেকে লেখালেখির সাথে যুক্ত। গত ২১ শের বই মেলায় কাটা তারের বেড়া নামে তার একটি বই প্রাশিত হয়। বইটি প্রসংশিত হওয়ায় প্রকাশনা কর্তৃপক্ষ বই মেলায় গ্রন্থ উন্মোচন অনুষ্টানে অন্যান্য লেখকদের সাথে তাকে অভিনন্দিত করেন। তরুণ এই লেখক এক সময় ছাত্রলীগের সাথে থাকলেও গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেন এবং এর পর সাংগঠনিক ক্ষেত্রে নিস্ক্রীয় ছিলেন। বর্তমানে তার দলে কোন পদ পদবি নেই।

রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নামে কোন মামলা হয়নি। তিনি গ্রাম ছেড়ে কোথাও পালিয়েও যাননি। স্থানীয়রা দাবি করেন লিখন সহজসরল নিরিহ প্রকৃতির মানুষ। যদি অপরাধি হত তাহলে তিনি এলাকায় থাকতেন না। চারিদিকে যখন অভিযান চলছে তখনও তিনি নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এতে প্রমাণ করে তিনি নির্পরাধ। তারা তার মুক্তি চান।

কি কারণে তাকে আটক করা হয়েছে জানতে চাইলে কেশবপুর থানার ওসি সাংবাদিকদের বলেন, এটি তাদের রুটিং ওয়ার্ক। ফেসবুকে তার কোন ষ্টাটাস হয়ত কর্তৃপক্ষের নজরে এসছে।

আরো পড়ুন

সর্বশেষ