বাঘারপাড়া প্রতিনিধি:বাঘারপাড়া থেকে যশোরে শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও যশোর -৪ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর শত শত নেতাকর্মী যোগদান করেছেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে তার অনুসারীরা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোরে শান্তি সমাবেশে ওই নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে তিনি অংশগ্রহণ করেন। এসময় বিপুল ফারাজী ও নেতাকর্মীদের স্লোগান দিতে দিতে সমাবেশে অবস্থান নিতে দেখা যায়।
এর আগে বিকেল সাড়ে ৩টার মধ্যে বাঘারপাড়ায় নেতাকর্মীরা ১৬ টি বাস ও বিভিন্ন যানবাহনে চড়ে যশোরের সমাবেশের উদ্দেশে রওনা দেন। পরে সবাই যশোর শহরের খালেদর। রোড এলাকায় জড়ো হয়ে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দেন।
এ সময় বিপুল ফারাজীর বলেন, ‘আমরা প্রমাণ করে দিতে চাই, যশোর -৪ নির্বাচনী এলাকার মাটি, আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনও আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ’।
শান্তি সমাবেশে আরো যোগ দেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারি, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী,
বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

