নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, একটি দিক বিভ্রান্ত জাতিকে সুনির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালী জাতির দূর্ভাগ্য যে তারা অকালে বঙ্গবন্ধুকে হারিয়েছে। তবে এ জাতির সৌভাগ্য শেখ হাসিনার মত স্বপ্নদ্রষ্টা নেতার নেতৃত্বে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় পরিচালিত দেখেছে। জীবনকে সহজ করে দেয়া রূপকল্প ২১ ডিজিটাল বাংলাদেশের পর এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। অদম্য সেই অগ্রযাত্রার প্রচারণা দরকার।
ঝিকরগাছা ও চৌগাছায় মোস্তফা আশীষ ইসলামের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণায় স্থাপিত স্মার্ট বিলবোর্ড প্রশংসনীয় একটি উদ্যোগ। শুধু যশোরের দুটি উপজেলা নয় দেশের সকল উপজেলা এ ধরণের প্রচারণা এখন সময়ের প্রয়োজন।
রোববার সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলা মোড়ে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন অগ্রগতি ও সাফল্য প্রচার স্থাপিত স্মার্ট বিল বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফা আশীষ ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর, প্রকৌশলী তানভির হাসান তালাশ, সৈয়দ ইমাম বাকের। সভায় বক্তৃতা করেন ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের আজাদ, মোর্তুজা ইসলাম বাবু, ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ডিজিটাল কন্টেন্ট ক্লিক করে স্মার্ট বিলবোর্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এ সময় আতশবাজি ফুটিয়ে সভাস্থল আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

