শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিমান চলাচল ও যাত্রীদের জন্য নিশ্ছদ্র নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- যশোরে বিমান বাহিনী প্রধান

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
বুধবার যশোর বিমান বন্দর পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে তিনি সিভিল পাওয়ারের আওতায় বিমান বন্দরে বিমান বাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শণ করেন এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অসামরিক কর্তৃপক্ষকে সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন বিমান বন্দর ও আশে পাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। বিমান যাত্রীদের আগন ও প্রস্থনকালে বাড়তি নিরাপত্তা ও সহযোগিতা প্রদানের পাশা পাশি বিমান নিরাপদ উড্ডয়ন ও অবতারণে সর্বাতœক সহযোগিতা করছে।

তিনি বলেন, বিমান চলাচল ও যাত্রীদের নিরাপত্তায় নিñিদ্র নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে যশোর বিমান বন্দরের সকল ফ্লাইট সময় মত উঠা-নামাসহ নিরাপত্তা পরিবেশ ও স্বার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এসময় তাঁর সাথে সহকারী বিমান বাহিনী প্রধান( পরিকল্পনা), যশোর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির ্এয়ার অধিনায়কসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ