এম এ রহিম বেনাপোল থেকে :ব্যাপক নিরাপত্তার ৯ ফেব্রয়ারী শুক্রবার ভোর থেকে আমবয়াতের মধ্যদিয়ে দ্বিতীয় দফায় শুরু হবে তাবলীগের গনজমায়েত বিশ্বিজতেমা।বিশ্বের বিভিন্ন দেশের তাবলীগ জামাতের ৫৭তম বৃহৎ গনজামায়েত টঙ্গীতে অনুষ্ঠিতব্য দুইপর্বের বিশ্ব ইজতেমায় যোগদিতে স্থলপথ আাকাশপথ ও রেলপথে দলে দলে আসছেন বিদেশি মেহমাম।
ভারত থেকে আসা বিদেশী মেহমানদের বেনাপোল সীমান্ত এলাকার বাগ এ জান্নাত কওমা মাদ্রাসায় সেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত তাবলীগ জামাতের সদস্যরা। তাবলীগ জামাতের মুসল্লীদের আপ্যায়নসহ বাসযোগে টঙ্গী ও কাকরাইলে পাঠিয়ে দিচ্চেন ঢাকা থেকে আগত দায়িত্বপ্রাপ্ত হাজী কামাল হোসেনের নের্তৃত্বে ৪৬জনের তাবলীগ জামাতের সদস্যরা। আপ্যায়ন সহ বাংলাদেশে সার্বিক ব্যাবস্থাপনায় খুশি বিদেশী মেহমানরা ৷ মেদেনীপুর থেকে খিদিরপুর মাদ্রাসার প্রভাষক মোঃ হুজাইফা হোসাইন ও মোকারম হোসেন বলেন তাবগীল মানুষকে পাপ বা কু পথথেকে সু পথে আনতে শেখায়। এহকালে পরিবার ও সমাজ সহ দিন শিক্ষায় বদলে দেয় নিজেকে। আল্মাহ ও রাসুলের মেহনত পরমনআত্নার শান্তি পাওয়া যায়।
নিজাম উদ্দীন আওলিয়া ও দিল্লীর মারকাজ মসদিদের অনুসারী এবং মুরব্বী সাদপন্থি মুসল্লিগণ আসছেন প্রতিদিন।ইমান আমল আখলাখ ও জিন্দেগী পরিবর্তনে তাবলিগ গুরুত্বপূর্ণ। বিশ্ব এজতেমার মধ্যে বাংলাদেশের টঙ্গির তুরাগতীরের তাবলীগ জামাতের তাৎপর্য অনেক। এখান থেকে বিশ্বতাবলীগের সারা বছরের কর্মপরিকল্পনা চুড়ান্ত করা হয়। আল্লাহ ও রাসুলের বিধান প্রতিপালনে বিশ্বব্যাপি দাওয়াতের কাজ করা হয়। সবাইকে আল্লাহর পথে আসার আহব্বান জানান হাফেজ মোঃ সাইদুল ইসলাম সদস্য তাবলীগ জামাত ঢাকা।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান জানান প্রতিদিন আসছে বিদেশী মেহমান। তবে গত ৪দিনে ভারতের বিভিন্ন প্রদেশের মুসল্লীদের আগমন বেড়েছে। মুসল্লীদের দ্রুতসেবা দিচ্ছেন ইমিগ্রেশন পুলিশ।

