শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ ক্রিকেট: যশোরে অনুষ্ঠিত হলো এভারগ্রীন নামের অনুপ্রেরনার গান

আরো খবর

  নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়ার উদ্যোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর চেতনায় চিরঞ্জীব স্থাপনার সামনে অনুষ্ঠিত হলো বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানানোর শুভেচ্ছা জানানোর গান এভারগ্রীন।
বৃহস্পতিবার বিকেল এটি অনুষ্টিত হয়। হামিদুল হক শাহীনের লেখা ও কন্ঠ দেয়া এ গানে অংশগ্রহণ করে যশোরের মোট ৫ টা শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষার্থী। গত ৪ অক্টোবর মুক্তি পাওয়া গানটি সম্বন্ধে হামিদুল হক জানান, গানটি মূলত শিক্ষার্থীদের অনুপ্রেরণা জানাতেই করা ছিলো। সেটি ওদের ইচ্ছাতেই ক্রিকেট বিশ্বকাপ এর সাথে মিল করানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট টীম এর জন্য সামনে আইসিসি ওয়াল্ড কাপ যেন আরো শুভ হয় তাই এই চেষ্টা আমাদের। এতে অংশ নেয় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর, কালেক্টরেট স্কুল যশোর, সখিনা বালিকা বিদ্যালয়, নব কিশলয় স্কুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর মোট ৬০ জন শিক্ষার্থী । আইডিয়ার আয়োজনে এ গানের  সাথে রোড শো দিনব্যাপী যশোর পৌরসভার মধ্যে চলে।
এ বিষয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর অধ্যক্ষ, প্রফেসর মর্জিনা আক্তার বলেন, এটা যশোরের জন্যও গর্ব, কলেজের জন্যও গর্ব। আমি আপ্লুত আমার কলেজ কে নিয়ে এই আয়োজন এর জন্য।  হামিদুল এর গাওয়া গানটিও ভীষণ সুন্দর হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ