নিজস্ব প্রতিবেদক:এবারের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে যশোর এর স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া-র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক শাহীন (সহকারী অধ্যাপক, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর) এর ৩য় মৌলিক গান – “এভারগ্রীন” গতকাল মুক্তি পেয়েছে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের স্বেচ্ছাসেবিরা ছাড়াও সুধিজনেরা উপস্থিত ছিলেন। গান টির সুর, গায়কী ও প্রযোজনায় রয়েছেন হামিদুল হক শাহীন নিজেই। সংগীত পরিচালনায় ও এ আর স্টুডিও থেকে সুজন সুহৃদ এবং ভিডিও ধারণ বাঁধন ফটোগ্রাফী। অনুষ্ঠানে হামিদুল হক শাহীন বলেন, “গান আমি ভালোবেসে করি। প্রথম দুইটা গান নীল নয়না ও মধুর আবেশ কে এতো বেশি ভালোবাসা দিয়েছে আমার শিক্ষার্থী রা, সেই অনুপ্রেরণা তেই এই গান। এভারগ্রীন গান টি আইসিসি ওয়াল্ড কাপ কে সামনে রেখেই দেওয়া। বাংলাদেশ ক্রিকেট টীম কে শুভকামনা জানাতে এই ভিন্ন প্রয়াস।
উপস্থিত ছিলেন যশোর কেক স্ট্যান্ড, কেক হাউস যশোর, ক্যাফে ডিলাইট যশোর এবং লুবাস কিচেন এর পক্ষ থেকে ওনার ও সদস্য রা। উপস্থিত ছিলেন সাংবাদিক সাজেদ রহমান, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান মিলন, জনপ্রিয় ব্লগার সিথি, রিংকি, জেবুন্নেসা জবা, আইডিয়া স্পোকেন এর কোর্ডিনেটর নাবিলা সুলতানা দিশা প্রমুখ।

