প্রেস বিজ্ঞপ্তি: যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নির্বাহী কমিটির এক সভা শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেইউজে সহ
সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম
সম্পাদক জয়ন্ত বসু ও কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান।সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) শংকরপুর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। আজ রোববার সকাল ৯টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শোকর্যালি করে শংকরপুর বধ্যভূমিতে যাওয়ার পর সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) মণিহারস্থ বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় মনিহার চত্বর
থেকে জেইউজে সদস্যবৃন্দ বিজয়স্তম্ভে যাওয়ার পর সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। জেইউজে’র সকল সদস্যকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।এছাড়াও সভায় জেইউজে সদস্য ও পরিবারবর্গকে নিয়ে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

