শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বুধহাটায় চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

আরো খবর

সাতক্ষীরা (আশাশুনি) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আশাশুনিতে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর মারুফ বলেন, ব্রিটিশ শাসকরা ডিভাইডেট পলিসিতে শাসন করেছিল। আমরা অনুরূপ পলিসির শিকারে পরিণত হয়ে নানা কারনে অনেকভাবে বিভক্ত ছিলাম। সেজন্য ষড়যন্ত্রকারীরা ও হীনস্বার্থের কাছে আমরা হেরে গেলেও ছাত্রদের দুর্বার আন্দোলন আমাদেরকে রক্ষা করেছে।
তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আগামী ১৫ ও ২১ আগস্ট ষড়যন্ত্রকারীরা বড় ধরনের অঘটন ঘটাতে পারে। এজন্য তিনি সকলকে সচেতনার সাথে চোখকান খোলা রাখার আহবান জানান।
অবসর প্রাপ্ত সেনা সদস্য শেখ আছাফুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার, উপজেলা জামাতের সহকারী সেক্রটারী এড. শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমেদ ঢালী, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ