বেনাপোল প্রতিনিধি:
ভারত থেকে অবৈধ৬ বাংলাদেশে অনুপ্রবেশকালে যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত থেকে দুই শিশুসহ ৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের৷ অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। বুধবার বিকালে তাদেরকে আটক করা হয়।
তিনি জানান ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টে দিযে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৫জন পুরুষ ও ২ শিশুসহ ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
আটককৃত হলেন নাম- নড়াইল কালিয়া গ্রামের নুর ইসলামের সিদ্দিক বিশ্বাস। হাসান বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস। মশিয়ার সেকের ছেলে সুমন শেখ। হেমায়েত কাজীর ছেলে রমজান আলী।
রমজান কাজির মেয়ে মোছাম্মদ রাবেয়া খানম ও মোছাঃ মাবিয়া খানম। খুলনা তেরখাদার আতিয়ার শেখের ছেলে আলামিন শেখ।
তাদেরকে বুধবার বিকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

