সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলের বিলে দেশি বিদেশী পাখির কলকালতিকে মুখরিত

আরো খবর

আব্দুল জব্বার-সীমান্ত প্রতিনিধি:-
শীতের আগমনে বেনাপোল গোগা শার্শা-বাহাদুরুপুর;নাভারন,চাতরের বিল,পদ্মবিল, মৌসুমী বায়ুর পালাবদলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে বগ-সরাইল,ডংকুর,কাসতেচুড়া,চড়–ইসহ দেশ বিদেশী হাজারও অতিথি পাখি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাখির অভায়রন্যে আসছেন মানুষেরা। উপভোগ করছেন প্রাকৃতিক দৃষ্য। পাখির কিচির মিচিরে মুখরিত এলাকা মুগ্ধ দর্শনাথীরা।

কমে গেছে হাওড় বাওড় জলাশয়,বৃক্ষরাজি ও বিদেশী অতিথি পাখির সংখ্যা। বেনাপোলের চাতরের বিলের বিভিন্ন ভেড়ী এলাকায় আসছে হরেক রকমের পাখি। বেনাপোল চেকপোষ্ট বাগ এ জান্নœাত মাদ্রাসার সামনের গাছে ও নাভারনে একটি হোটেলের সামনে ঝাকে ঝাকে বসছে হরেক রকম পাখি। সকাল সন্ধা পাখির কিচির মিচিরে মুগ্ধ দর্শনার্থীসহ এলাকা মানুষ। পাখির অভয়আশ্রমে দৃষ্টি নন্দন ও মনোরম দৃষ্য দেখতে গ্রাম ও শহর থেকে প্রতিদিন আসছে পাখি প্রেমী মানুষেরা। সন্ধায় ফিরছে নীড়ে সকালে যাচ্ছে বিভিন্ন স্থানে উড়ে। মনমুগ্ধকর দৃষ্যে খুশি দর্শনাথীরা

জলাশয়ও গাছে বৃক্ষ রাজির নীড়ে পাখির কিচির মিচিরে মুগ্ন হচ্ছে দর্শনার্থী ও পাখি প্রেমী মানুষ।পাখি দেখতে বাড়ছে মানুষের ভীড়। বৃক্ষ ও পাখি সংরক্ষনে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা।

দবুল কুমার দাস ও আলী হোসেন,মৌসুমি আক্তার বলেন গাছ ও জলাশয় কমলেও বেড়েছে পাখি শিকারী ফলে হারিয়ে যেতে বসেছে বিদেশী অতিথি পাখি।-পাখির আবাসন ও রক্ষাবেক্ষনে প্রানীসম্পদ অধিদপ্তর সহ সবাইকে এগিয়ে আসার দাবী জানান সচেতন নাগরিকেরা।

উপজেলা-প্রানীসম্পদ অফিস সহকারি রবিউল ইসলাম বলেন,স্থানীয়দের সহযোগিতায় অনেক স্থানে নিররপদ পরিবেশে পাখির অভয়াশ্রম গড়ে উঠেছে। পাখি ও বন নিধনকারীদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহন সহ পাখি সু রক্ষায় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন প্রানী সম্পদ অধিদপ্তর।

পাখি শিকারীর সংখ্যা যাচ্ছে বেড়ে কমছে হরেক রকম পাখি-ভারসাম্য হারাচ্ছে পরিবেশের-গনসচেতনতা বাড়ানোর দাবী সর্বসাধারনের।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ