শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে অর্ধ কোটি টাকার ইউএস ডলার ও সৌদি রিয়ালসহ আটক ১

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
 যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির  চৌকস একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র বিজিবি স্ক্যানিং রুমে এক পাসপোর্টধারী যাত্রীকে তল্লাশি করে  ১০,০০০ (দশ হাজার) ইউএস ডলার এবং ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) সৌদি রিয়াল  উদ্ধার করেন। পরে তাকে আটক করা হয়।
 আটক শফিকুল ইসলাম ঢাকা লালবাগের সিরাজুল ইসলামের ছেলে।তার ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ইউএস ডলার এবং সৌদি রিয়াল পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নের সাইফুল্লাহ সিদ্দিকী জানান শনিবার সকালে আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ২০ নভেম্বর ব্যবসায়ী কাজে ভারতে গমন করে এবং ভারতের কলকাতায় অবস্থানকালীন বাংলাদেশী নাগরিক লিটু তাকে রিয়াল ও ইউএস ডলারগুলো হস্তান্তর করে এবং বাংলাদেশে আসার পর জনৈক ব্যক্তি ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে উক্ত রিয়াল ও ইউএস ডলারগুলো সংগ্রহ করবে।
ইউএস ডলার এবং সৌদি রিয়ালের সর্বমোট সিজার মূল্য আটচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর বেনাপোল পোর্ট থানায়  হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ