শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে স্কুল ছাত্রী অপহারণ, আটক ১

আরো খবর

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে স্কুল ছাত্রী অপহরণের ঘটনার ২ দিন পর ৭ম শ্রেনীর ছাত্রী মোছা: জাকিয়া পারভীন (১৫) কে উদ্ধার করছে পুলিশ। এঘটনায় মামলার প্রধান আসামী সুমন (২২)-কে গ্রেফতার করেছে পোর্টথানা পুলিশ। সুমন বেনাপোল পৌরসভার ৫নং ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৮ই সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের ৭ শ্রেণীর ছাত্রী জাকিয়া পরীক্ষা শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিলো পথে মধ্যে তার মাকে মারধর ও অস্ত্র ঠেকিয়ে ১নং আসামি সুমন, জিসান ও নাইমুর সহ আরও ১০/১২জন দূর্বৃত্ত ৪/৫টি মোটরসাইকেল ও একটি সাদা রংয়ের প্রাইভেটকারে জোর পূর্বক উঠিয়ে নিয়ে চলে যায়।

 

এ ঘটনায় জাকিয়ার মা শিখা খাতুন অপহরনকারী দূর্বৃত্তদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। বাদিনীর অভিযোগের প্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানার এসআই মামুন শেখ অভিযান পরিচালনা করে। বুধবার (১০ সেপ্টেম্বর) ১ নং আসামি সুমন (২২)-কে গ্রেফতার করেন একই সাথে অপহৃত স্কুল ছাত্রী জাকিয়া পারভীন (১৫)কে উদ্ধার করতে সক্ষম হন।

 

 

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান,গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং উদ্ধারকৃত ভিকটিমকে আইনগত কার্যক্রম শেষে নিরাপদ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ