শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে  আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: বিভিন্ন স্থানের ন্যায় বেনাপোলেও  আন্তর্জাতিক কাস্টমস দিবস২০২৩ পালিত হয়েছে। তবে অনুষ্ঠানের চিত্র ছিল ভিন্ন। দেশ স্বাধীনের পর এই প্রথম কোন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়ায় দায়সারা ভাবে পালিত হয় দিবসটি। হয়নি র‌্যালি এবং বেলুন ও কবুতর উড়ানো। কাষ্টমস দিবসে অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ি বন্দর ব্যাবহারকারী চেম্বার অব কমার্স সহ গন মাধ্যমনকর্মিদের এড়িয়ে যাওয়ার বিষয়টি ব্যাবসায়িদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতাদের মধ্যেও রয়েছে চাপা ক্ষোভ।বৃহস্পতিবারে সকাল সাড়ে ১১টার দিকে বন্দর কাষ্টম হাউস অডিটরিয়ামে সাদামাটা ভাবে সেমিনার ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় অতিথিদের ফুলদিয়ে বরন করে নেওয়া হলেও বিশেষ কারনে ক্রেস্ট প্রদান থেকে বিরত থাকা হয়। যশোর কাষ্টম কমিশনার এক্সাইজ অব ভ্যাট মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুস্টিত সভায় প্রধান অতিথির বক্তব রাখেন কাস্টমস এক্সাইজ অব ভ্যাট আপিল্যাম্ড ট্রাইবুনাল ঢাকা. প্রেসিডেন্ট এসএম হুমায়ুন কবির.বিশেষ অতিথি বেনাপোল কাস্টম কমিশনার আব্দুল হাকিম.বন্দর উপ পরিচালক আব্দুল জলিল.সিএন্এডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান।রাজস্ব আহরনে সবার সহযোগিতা কামনা করেন আলোচকরা। তবে অনুষ্টান নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি কাস্টম কর্তৃপক্ষ। উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে টার্গেট অনুযায়ি রাজস্ব আদায়ে ব্যার্থ হয়েছে বেনাপোল কাষ্টম। কাষ্টমসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের।

আরো পড়ুন

সর্বশেষ