শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে মায়ের ভাষা বাংলা ভাষা অমর ২১ফেব্রয়ারি উদযাপন উপলক্ষে সোমবার বিকালে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা
প্রতিষ্টানের শিশুরা স্বতস্ফুত ভাবে অংশ গ্রহন করেন প্রতিযোগিতায়। জাতীয় পতাকা,গ্রামের চিত্র,শহীদ বেদী,বীর শহীদের ছবি সহ ভাষা দিবসের বিভিন্ন ধরনের ছবি আঁকেন তারা। ভাষা দিবসের এই প্রগ্রামের অংশগ্রহন করতে পেরে ও ছবি আকতে পেরে খুশি বলে জানান শিশু শিক্ষাথীরা ভ্ধাসঢ়;ষা দিবস সম্পর্কে এ প্রজন্মের শিশুদের জানাতে শেখাতে ও ভাষা শহীদদের প্রতি সন্মান ও শ্রদ্ধা প্রদর্শনে শিশুদের মধ্যে চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে আরো বিভিন্ন কর্মসৃচি গ্রহন করা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। ভাষার মাস অমর ২১ ফেব্রয়ারি। এর একদিন আগে শহীদদের স্মৃতিবেদী উদ্ভোধনে খুৃশি দেশপ্রেমী এলাকাবাসি।
বেনাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত

