বেনাপোলঃ বেনাপোলে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল ছোট আঁচড়া মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বেনাপোল পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, যশোর জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকআসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ভাদু, মোহাতাব উদ্দীন ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা রহমান, কামাল হোসেন, যুগ্ম-আহবায়ক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, জুলফিকার আলী মন্টু, সভাপতি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগ, কামাল হোসেন, সাধারণ সম্পাদক, শরীফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ফরহাদ হোসেন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক, নাজিম উদ্দীন রাব্বি দপ্তর সম্পাদক, মাসুদুর রহমান সুমন, অর্থ সম্পাদক, মোর্তুজা শরীফ হালান, আইন সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

