শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে আমের কেজি ১৫ টাকা

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা ও বেনাপোলে মৌসুমী আমের বাজার জমজমাট হয়ে উঠেছে। এবার আমের বাম্পার ফলন হয়েছে। তবে স্থানীয় বাজারে আম বিক্রি কম হওয়ায় দাম পাচ্ছেনা চাষী। ১৫থেকে ২০টাকা কেজিতে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের আম। ফলে বিপাকে চাষী ও ব্যাবসায়িরা।

বেনাপোল,নাভারন,বাগআচড়াসহ বিভিন্ন ফলের বাজারে গোপাল ভোগ হিমসাগর ও গোপাল খাস আম প্রতিমন বিক্রি হচেছ ৪শ থেকে৬শ টাকা দরে। ফলে লোকসানের মুখে পড়ছেন চাষীরা। প্রচুর পরিমানের আমের উৎপাদন সহ বাজারে আমদানি বাড়ছে প্রতিদিন। ক্রেতা কম থাকায় হচ্ছেনা বিক্রি,ফলে দাম পাচেছনা তারা।
গতবছর প্রতিমন আম ১২শ টাকা থেকে ২৮শ টাকায় বিক্রি হলেও এবার দাম নেমেছে ৪ভাগের একভাগে। ফলে লোকসানের মুখে পড়েছে আম চাষী ও ব্যাবসায়িরা। এক শ্রেনীর অসাধু আম ব্যাবসায়ির কারসাজি বলে দাবী করছেন চাষীরা। প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল বলেন,বর্তমানে কৃষকেরা আমের দাম কিছুটা কম পাচ্ছে। বাজার মনিটরিংসহ ন্যায্য মুল্য নিশ্চিতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ