শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ইজিবাইকে মিললো ২৮৭ বোতল ফেনসিডিল, আটক ১

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৮৭ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ নজরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রোববার (১৯ ফেব্রয়ারী) ভোরে তাকে আটক করা হয়।
আটক নজরুল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল  স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে একটি ইজিবাইকে থাকা ২৮৭ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ