শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ইতালিয়ান পিস্তল ও গুলিসহ আটক ১

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি ইতালির তৈরী পিস্তল গুলি ও ম্যাগাজিন সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২১ বিজিবি। আটক আক্তারুল পুটখালী গ্রামের উত্তর পাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানান জানান, শুক্রবার রাত দশটার দিকে খুলনা ২১ বিজিবি পুটখালী বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ১টি ইতালির তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলামকে আটক করা হয়। সে এলাকার চিহ্নিত অস্ত্র ব্যাবসায়ি বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ী পুটখালী সীমান্তের উত্তরপাড়ায় অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি দল শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আক্তারুলকে শনিবার সকালে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ