শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ইমিগ্রেশনে বিদেশি মদ জব্দ

আরো খবর

শার্শা প্রতিনিধি:বেনাপোল স্থলবন্দর দিয়ে মাদক পাচারের সময় ১২ বোতল বিদেশি মদ জব্দ করে বেনাপোল কাস্টমসের কর্মরত সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
রবিবার (১১ জুন) দুপুর ২টার দিকে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনের স্কানিংয়ের সামনে থেকে বেনাপোল কাস্টমস সদস্যরা মদের এ চালান জব্দ করতে সক্ষম হয়। তবে সুকৌশলে এ সময় মদ পাচারকারী পালিয়ে যায়।
ইমিগ্রেশনে কর্মরত কাস্টমস কর্মকর্তা সূত্রে জানা যায়, প্রতিদিনই কয়েক হাজার যাত্রী পাসপোর্ট এর মাধ্যমে এদেশে আসেন। আমরা আগত যাত্রীদের সকল ব্যাগ ও লাগ্যেজ স্ক্যানিং এবং ম্যানুয়ালি খুব সুন্দর ভাবে তল্লাশী করে থাকি। আমাদের স্ক্যানিং এর আগেও বিজিবি স্ক্যানিং পার হয়েই এই ব্যাগগুলো আমাদের কাছে আসে। তাহলে কিভাবে বিজিবির ইস্কানিং পার হয়ে এতগুলো মদ ভিতরে আসলো সেটাই প্রশ্ন থেকে যায়। ব্যাগ তল্লাশিকালে পাসপোর্ট যাত্রী বুঝতে পারে আমরা এতে মাদক সনাক্ত করতে পেরেছি তখনই ঐ ব্যক্তি ব্যাগ ফেলে সুকৌশলে পালিয়ে যায়। এরপর আমরা ব্যাগ খুলে ১২ বোতল অবৈধ মদ জব্দ করি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
স্থানীয়রা জানান, ভারত থেকে প্রতিদিন প্রায় দুই হাজারের  অধিক নারী-পুরুষ বিভিন্ন ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে আসেন। এ সময় তারা বিভিন্ন মহলকে ম্যানেজ করে মাদক এনে বেনাপোল বন্দর এলাকায় চড়া দামে বিক্রি করে আবার ফিরে যান। আবার এদের সাথে জড়িত আছে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী।

আরো পড়ুন

সর্বশেষ