শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ইমিগ্রেশন থেকে ঢাকার যুবলীগ নেতা আটক 

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তার পাসপোর্ট নম্বর-AO, 35665391

সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে প্রবেশ করলে উক্ত ব্যক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি বিস্ফোরক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে ওই ব্যক্তি বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে আটক করা হয়। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক জামিলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি ইব্রাহিম।

আরো পড়ুন

সর্বশেষ