বেনাপোল প্রতিনিধি: “জুলাই গণঅভ্যুত্থান দিবস” বর্ষপূর্তি উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট ) বিকালে বেনাপোল বাজারে এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন,যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম বাবু, যুগ্ন সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোস্তাক আহমেদ মাখন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
আনান্দ মিছিলের র্যালি শেষে বেনাপোল বাজারে অবস্থিত নূরশপিং কমপ্লেক্সে এর সামনে আলোচনা সভায় রাখা বক্তব্যে নেতারা বলেন, “এই ঐতিহাসিক দিনকে স্মরণ রেখে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।”

