শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা পরিষদের আয়োজনে বেনাপোলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র-ছাত্রীদের নিয়ে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসানুল কবির তুহিন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতায় শার্শা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ে ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জুলাই আন্দোলনে শহীদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান উদ্বোধনের পরে শহীদ আব্দুল্লার স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ