শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ডলার-রুপিসহ পাসপোর্ট যাত্রী আটক 

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপি সহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে
৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের  সদস্যরা।
সোমবার  সকালে চেকপোস্ট থেকে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি চেক পোস্ট কর্তৃক তল্লাশি চালিয়ে ইউএস ডলার ও ভারতীয় রুপি সহ তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার (পাসপোর্ট নাম্বার- এডি- ১৭১৯৮৭৮)।
বেনাপোল আইসিপি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপি চেকপোষ্টে প্রতিদিন নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আগত ওই বাংলাদেশি যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার লাগেজের মধ্যে হতে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপি সহ তাকে আটক করা হয়।
যার সিজার মূল্য  আঠার লক্ষ ছত্রিশ হাজার  টাকা।

আরো পড়ুন

সর্বশেষ