শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ  তিন মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

শার্শা প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১ বোতল বিদেশি মদসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার সাদিপুর মধ্যেপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে বাবু (৪০) গাতিপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মহাসিন (২০) উভয় থানা বেনাপোল,সাতক্ষীরা জেলার কলারোয়া বোয়ালিয়া পূর্বপাড়া গ্রামের সামাদের ছেলে আসাদুজ্জামান (৩০)।
রোববার ( ৫ নভেম্বর) ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন চেকপোস্ট টু সাদীপুর গামী রাস্তার পাশে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান বাবু এর ভাড়াটিয়া দোকান ঘরের ভিতর হইতে তাদের আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ