বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (১৩ অক্টোবর) বেনাপোল পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে সফর করে প্রয়ত,প্রবীণ ও অসুস্থ নেতাদের বাড়িতে যান। সফরের শুরুতে ৪নং বেনাপোল ইউনিয়নের ১নং নারায়ণপুর ওয়ার্ড বিএনপির সদস্য সদ্য প্রয়াত শামছুর রহমানের কবর জিয়ারত করেন। পরে তিনি একই ওয়ার্ডের বিএনপির সাবেক সহ-সভাপতি এলেম মোড়লের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এরপর তিনি বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ মোখলেছুর রহমানের নামাজগ্রামের বাসায় যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। সর্বশেষ তিনি বেনাপোল পৌরসভার ৮নং বড়আঁচড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির সভাপতি আব্দুল জব্বারের বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রাজনৈতিক স্মৃতিচারণ করেন।
এসময় মফিকুল হাসান তৃপ্তি বলেন, দলের একজন নেতাকর্মী অসুস্থ বা কষ্টে থাকলে আমরা কেউ স্বস্তিতে থাকতে পারি না। সবাইকে বলব, যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে বিএনপি পরিবারের পাশে দাঁড়ান।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় সংগঠনকে আরও সক্রিয় করতে হবে। অসুস্থ্য নেতাকর্মীরা দ্রুত সুস্থ্য হয়ে দলের দায়িত্ব কাঁধে নিবে।
এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মো.নাজিম উদ্দীন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলমগীর সিদ্দিকী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান আতা, শার্শা ইউনিয়ন বিএনপি নেতা মো. মিজানুর রহমান, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, যশোর জেলা কৃষক দলের সদস্য মো.আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, আসাদুজ্জামান আসাদ, শার্শা ইউনিয়ন যুবদলের সংগঠক হাবিবুর রহমান হাবিব, বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, শ্রমিকদল নেতা আব্দুল হান্নান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন সহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

