বেনাপোল প্রতিনিধি:
দেশের পূর্বাঞ্চলে বন্যাসহ কয়েকদিন বৃষ্টির কারনে বেনাপোলে কাচা মরিচসহ সব ধরনের সবজির দাম আবারও বেড়ে গেছে। মরিচ প্রতি কেজিতে বেড়েছে ৫০থেকে ৬০টাকা। ১০ থেকে ২০টাকা দাম বেড়েছে সবজিতেও।
স্থানীয়রা জানান, বেনাপোল নাভারন শার্শা ও বাগআচড়া সবজির বাজারে শুক্রবার কাচামরিচ বিক্রি হয়েছে ১৪০টাকা থেকে১৬০ টাকা।
বেগুন ৬০ টাকা পটল বেনডি ৩০টাকা ও কলা উচ্ছে ৪০ টাকা থেকে ৬০টাকা বিক্রি হয়েছে। তবে বন্যা ও বৃষ্টির কারনে রবিবার মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০টাকা।

