শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে দীর্ঘ হচ্ছে পণ্যবোঝাই ট্রাকের জট

আরো খবর

  বেনাপোল প্রতিনিধি :সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে  বৃহস্পতিবার (৩১ অক্টোবর)ভারতে সরকারী ছুটির কারনে বেনাপোল পেট্টাপোল  স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি পন্য পরিবহন রয়েছে বন্ধ।
ফলে দু দশের বন্দর সড়কে আটকা পড়েছে শহস্রাধিক পন্যবোঝায ট্রাক। সৃষ্টি হচ্ছে পন্যজটের। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সংশ্লিষ্টরা  জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখছেন। মূলত বুধবার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয় যায়। এ বিষয়ে ভারতের বন্দর ব্যাবহারকারীরা চিঠি দিয়ে  বন্ধের বিষযটি জানিয়েছেন।
বন্দর ও কাষ্টম কতৃপক্ষ জানান ভারতে বন্ধ থাকলেও  বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে। চলছে লোড আনলোড। সেই সাথে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার চলমান রয়েছে। ২দিনপর শনিবার (০২ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি পন্যপনিবহনসহ কার্যক্রম সচল থাকবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতে দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হচ্ছেনা। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু রয়েছ।
ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।সেই সাথে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার।
আড়াই ঘন্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করে থাকেন। প্রায় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রভাব পড়ে বাজারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু‘দেশের বন্দরে প্রায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে থাকে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পঁচনশীল জাতীয় পণ্য থাকে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য এবং মাছ।
এদিকে চলতি অক্টোবর মাসে বিভিন্ন উৎসবে ৯দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। এর মধ্যে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, দুর্গা পূজায় ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর টানা ৫ দিন,  ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসায় ২৬ ও ২৭ অক্টোবর বন্ধ ছিল আমদানি-রপ্তানি। সর্বশেষ ৩১ অক্টোবর ভারতে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি রয়েছে বন্ধ।
টানা বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে বন্দর ও কাষ্টম সংশ্লিষ্টরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন বলে জানান বন্দর কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ