শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে দু’পরে রক্তয়ী সংঘর্ষে আহত পরিবহন শ্রমিক নেতার মৃত্যু, আটক- ৩

আরো খবর

 
বিশেষ প্রতিনিধি
পূর্বশত্রুতার জেরে বেনাপোল পোর্টধানাধীন আমড়াখালী এলাকায় দু’ পরে সংঘর্ষের ঘটনায় আহত পরিবহন শ্রমিক নেতা নুর আলম মারা গেছেন। গুরুতর আহত হয়ে ৫জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পলিশ। গত রোববার রাতে বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আমড়াখালী গ্রামে এই রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের বড় ভাই শাহ আলম বলেন, মাদক ব্যবসাকে কন্দ্রে করে আধিপত্য বিস্তারে দু’পরে মারামারি চলাকালীন সময়ে একদল যুবক লাঠি সোটা নিয়ে ভূক্তভোগীদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় ৫ জন গুরু আহত হন, আশঙ্কাজনক আমার ছোট ভাই নুর আলম সকালে খুলনা হাসপাতালে মারা গেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন ভুইয়া বলেন, গত ২৮ আগষ্ট রাতে আধিপত্য বিস্তারে দু’পরে মারামারি হয়। এসময় ৫ জন গুরুতর আহত হন, তারমধ্যে নুর আলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা যান। এসময় ৩ জনকে আটক করতে সম হয়েছে। সংঘর্ষের কারন ও হামলাকারীদের শনাক্তে বেনাপোল পোর্টথানা পুলিশ কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে পুলিশ মোতায়েন রয়েছে।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ