বেনাপোল (যশোর) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহি ধর্মীয় তীর্থপিঠ বেনাপোলের শ্রী শ্রী ব্রন্ম হরিদাস ঠাকুর পাঠবাড়ী আশ্রমে হরিদাস ঠাকুরেের নির্যান তিথি মহাউৎসব শুরু হয়েছে। দুদিন ব্যাপি চলা এই উৎসবে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটে। চলছে মেলা ও নাম কীত্তন।
সনাতন ধর্মীয শাস্তমতে প্রায সাড়ে ৫শ বছর আগে জঙ্গলাকীর্ন বেনাপোলে আর্বিভাব হয় হরিদাস ঠাকুরের। তমালবৃক্ষ ও মাধবীলতার ছায়াতলে প্রতিদিন পাঁচলক্ষবার হরিনাম জপতোর তিনি। ৫ শ বছরের সেই তমাল ও মাধবীলতা আজ কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে।
সাধনাসিদ্ধ হরিদাস ঠাকুরের সেই সাধনাকটির আশ্রমে চিরধ্যান দিবস উপলক্ষ। প্রতিবছরের ন্যায় এবারও শুক্র ও শনিবার দুদিন ব্যাপি চলছে মহাপ্রভু হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহাউৎসব। এ উপলক্ষে বসেছে হরেক রকম পন্যের পসরা। চলছে নামজঙ্গ অনুষ্ঠান। ভক্ত ও দর্শনার্থীদের পদভারে মুখরিত এলাকা। নিরাপত্তা ব্যাবস্থাও নেওয়া হয়েছে ভাল। উৎসবে আসতে পেরে খুশি বলে জানান বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থী ও মেলায আসা দোকানীরা।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাস জানান এবার হরিদাস ঠাকুরের নির্যান তিথির মহাউৎসবে দেশ বিদেশের অর্ধলাখ মানুষের সমাগম ঘটেছে। শনিবার দুপুরে ভোগ গ্রহনের পর সন্ধায় শেষ হবে মেলা।

