বেনাপোল প্রতিনিধি:শার্শার বেনাপোল বৃত্তিআচড়া থেকে ১০ পিস তাজা ককটেল বোমা উদ্ধার করেছেে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধায় বৃত্তিআচড়া গ্রামের জাহাঙ্গীরের বাড়ীর বিচালীগাদা থেকে কচটেপ মোড়ানো ককটেল বোমা উদ্ধার করে পোর্টথানা পুলিশ ও যশোর ডিবি পুলিশের একটি দল।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান পোর্ট থানার ওসি সুমন কুমার ভক্ত।
কোন নাশকতার উদ্দেশ্যে বোমা গুলো মজুত করা হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

