শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব উদযাপিত 

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল বৈদ্ধ ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মত তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংশিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।
সকালে বেনাপোল বন্দর এলাকায একটি রেলি করেন চিটাগাং সহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ভক্তরা।
যশোর জেলার একমাত্র   বৌদ্ধ বিহার স্বপন চৌধুরী বৌদ্ধ বিহারের বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্বি সমিতির ভদন্ত ড.অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু।
প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারি কমিশনার ভুমি নিয়াজ মাখতুম।পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক সাহাবেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব ও সাংবাদিক সাজেদুর রহমান।
বক্তাগন প্রধান উপদেষ্টা কে ধন্যবাদ জানিয়ে বলেন,ডঃ ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বৌদ্ধ ভিক্ষ সম্প্রদাযের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
 অনুষ্টান শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বৌদ্ধ বিহারের ভক্তরা ভারতে গমন করবেন সেখানে বিভিন্ন স্পট পরিদর্শন শেষে দেশে ফিরবেন বলে জানান স্বপক বড়ুয়া চৌধুরী।

আরো পড়ুন

সর্বশেষ