শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ভূয়া পুলিশ আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে এপিবিএন কর্তৃক শান্ত আহমেদ (২৬) নামে এক ভূয়া পুলিশকে আটক করেছে। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে তাকে আটক করা হয়।
আটক শান্ত নওগাঁ জেলার মান্দা থানার দোলাবাড়ি গ্রামের সেতাব উদ্দিনের ছেলে।
এপিবিএন জানায়, বেনাপোল ইমিগ্রেশন এর প্যাসেঞ্জার টার্মিনাল এর বাহিরে পুলিশ এর পোশাক পরিহিত অবস্থায় শান্তকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করাকালীন বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত এপিবিএন এর সদস্যদের সন্দেহের উদ্রেক হলে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশ এসে তার আইডি কার্ডের তথ্য যাচাই করে নিশ্চিত হয় সে পুলিশ না।
পরে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ