শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি করিম গ্রেফতার

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পুটখালি সীমান্তে রেব অভিযান চালিয়ে  মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি  করিমকে গ্রেফতার করেছে। আব্দুল  করিম ঝিকরগাাছা শংকরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে
র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কম্ন্ডার মেজর সাকিব হোসেন জানান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী  আঃ করিমের অবস্থান
গোপন সুত্রে জানেত পেরে বৃহস্পতিবার রাতে  পুটখালি সীমান্ত অভিযান চালায় রেব।
আটক করা হয় তাকে।
 গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে গত ইং ২২ জুন ২০১০ তারিখে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ঝালুকাঠি জেলার ঝালুকাঠি সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ঝালুকাঠি জেলার ঝালুকাঠি সদর থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত  আসামী প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরো জানায়, সে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য নিজ এলাকা ঝিকরগাছা হতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর এলাকায় নিজেকে আত্মগোপন রেখেছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১ টি সহ মোট ০২ টি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য  ঝালকাঠি জেলার সদর থানার মামলা নং- ১৪, তারিখ- ২২ জুন ২০১০, ধারা- মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ৩(খ) মামলার আসামী মোঃ আঃ করিম (৫৬) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ আঃ করিম (৫৬) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত ইং ০৯/০৯/২০১৮ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান করেন।   গ্রেফতারি পরোয়ানাাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য ঝালুকাঠি সদর থানাকে দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে ঝিকরগাছা থানাকে আদালত নির্দেশনা প্রদান করেন। র‌্যাব-৬, যশোর ক্যাম্প উক্ত পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা  প্রযুক্তির সহায়তায়  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার  করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ