বেনাপোল প্রতিনিধি:বেনাপোলে যশোর-১ আসনে নির্বাচনী প্রচারনায় সাবেক মেয়র জেলা অওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে, এ সময় আহত হয়েছেন তার ১০ নেতা কর্মী।
সতন্ত্র প্রার্থী লিটন সাংবাদিকদের এক সক্ষাতকারে বলেন,মংগলবার সকালে বেনাপোলের ছোট আচড়া গ্রামে নির্বাচনী প্রচারনায় গেলে নৌকা প্রার্থীর সমর্থকরা তার ওপর হামলা চালায়। এ সময় তার ১০ নেতা কর্মী আহত হন। তিনি কৌশলে পাশ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে রক্ষা পান। তিরি আরও অভিযোগ করে বলেন, তার বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তিরি আরও বলেন, ভোটাররা আমাকে ভোট দিতে চায়, কিন্ত অপর পক্ষের লোকজনরা যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য এখন থেকেই তাদের হুমকী ধামকী দিয়ে আসছে। আমি এই আসনে নিরপেক্ষ ভোট হওয়ার জন্য প্রধান নির্বাচন কামশনারের হস্থক্ষেপ কামনা করছি।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মেয়রকে উদ্ধার করা হয়। পরে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সতন্ত্র প্রার্থীর লিটনের সমর্থকরা।
