বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৮৬২ টাকা মূল্যের ৫৭০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল ও তিন বোতল এলএসডি লেসারজিক এসিড ডেটারমাইন্ড আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি সদস্যরা)। তবে এ সময় কোন চোরাচালানীকে আটক করা যায়নি।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে সড়ে ৬কোটি টাকা মুল্যের বি়ভিন্ন প্রকার ক্যামিকাল ও মাদকের চালান জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে বুধবার সকালে বেনাপোল কাগজ পুকুর ও আমড়াখালি এলাকা থেকে জব্দ করা ২কোটি ৮৬লাক টাাকা মুল্যের০. ৫৭০কেজি ক্রিস্টাল মেথাইস ও ৩কোটি ১২লাখ টাকা মুল্যের এলেসডি লেসারজিক এ্যাসিড ডেটারমাইন্ড। আমড়া খালি থেকে ২৫০ গ্রাম গাজা
যার মোট আনুমানিক মুল্য ৬কোটি ৩২ লাখ ৮১হাজার৮শত ৬২টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
বুধবার সকালে বেনাপোল সীমান্তের দুর্গাপুর রোড ও কাগজপুকুর নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব নেশা জাতীয় কেমিক্যাল আটক করা হয়।
বিজিবি জানায়, বেনাপোল বিজিবি‘র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দুর্গাপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৫ লাখ ৮১ হাজার ৮৬২ টাকা মূল্যের ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল আটক করে। অপরদিকে কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩ কোটি ১২ লাখ টাকা মূল্যের তিন বোতল এলএসডি আটক করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদক, ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
আটককৃত বিভিন্ন প্রকার কেমিক্যাল বেনাপোল কাষ্টমস হাউজে জমা ও ক্রিস্টাল মেথ আইস ও এলএসডি ধ্বংস করার নিমিত্তে অতি দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। #

